কালো মেয়ে ফর্সা হওয়ার ক্রিম। আমাদের বাঙ্গালী সমাজে কালো মেয়ের স্থান কম। কালো হলে তাকে অন্য চোখে দেখে। ওটা ভেবে মেয়েরা গুগলে সার্চ করে। কালো মেয়ে ফর্সা হওয়ার ক্রিম কি আছে। যদি থাকে কোন ক্রিম টা হবে। ওই ক্রিম টায় কি কি বস্তু থাকে।
এই লেখাটিতে আমরা কালো মেয়ে ফর্সা হওয়ার ক্রিমের বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
কালো মেয়ে ফর্সা হওয়ার ক্রিম।
মেয়েদের এই সমস্যার সুজক নিয়ে মার্কেটে অনেক ক্রিম বার হয়েছে। যেটা খালি টাকা করায় কিন্তু কামে লাগেনা। কিন্ত কতোগুলা ভালো ক্রিম মার্কেটে পাওয়া যায়। যেঁগুলা সত্যি সত্যি কামে দেয়। কিন্তু মুখে কোনো বস্তু লাগানোর আগে ডাক্তারের পরামর্শ দরকার। বা আপনার ত্বকের অনুযায়ী ক্রিম নেওয়া দরকার।
কালো মেয়ে ফর্সা হওয়ার ক্রিমে কি কি উপাদান থাকা দরকার ?
ত্বকের বিশেষ করে দুই টা ভাগ থাকে। যেমন, শুকনো এবং ভিজা ত্বক। মুখের ত্বক হিসাবে ক্রিম ব্যবহার করা দরকার। তা না হলে ইনফেক্সন হতে পারে।
কালো মেয়ে ফর্সা হওয়ার ক্রিমে কি কি উপাদান থাকা দরকার ?
- আরবুটিন।
- অ্যাজেলেইক অ্যাসিড।
- গ্লাইকোলিক অ্যাসিড ।
- কোজিক অ্যাসিড ।
- লিকোরিস এক্সট্র্যাক্ট (গ্লাব্রিডিন) ।
- মেকুইনল ।
- পেপার মালবেরি ।
- সয়া ।
- ভিটামিন সি ।
- নিয়াসিনামাইড ।
- মেলাটোনিন ।
শুকনো ত্বক ফর্সা করার ক্রিম । তৈলাক্ত ত্বক ফর্সা করার ক্রিম ।
স্কিনের মতে আপনি যদি ক্রিম ব্যবহার করেন। তবে আপনার ত্বকে বা স্কিনে ইনফেক্সন হবেনা। ফলাফল আপনার মতে হবে। আপনার ত্বক শুকনো না ভিজা যদি না জানেন। তাহলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
যদি ত্বকের ভাগ জানতে পারলে অসুবিধা হয়। তাইলে আপনারা অনলাইন অনেক ভালো ওয়েবসাইট আছে। সেখানে দেখতে পারেন।
ত্বক কয় প্রকার ও কি কি ?
শুকনো ত্বক – খসখসে, রুক্ষ, অমসৃণ ত্বক মানেই শুষ্ক ত্বকের লক্ষণ।
তৈলাক্ত ত্বক – মুখ ধোওয়ার কিছু সময় পরেই তেলতেলে হয়। মুখে ছিদ্র বড় হয় এবং গেমে গিয়ে ব্রনের তৈরি করে।
স্বাভাবিক ত্বক – ত্বক খুব তেলতেলেও নয়, আবার খুব শুষ্কও নয়, এরকম হলে আপনার স্বাভাবিক ত্বক।
Pingback: মেয়েদের ব্রণের দাগ দূর করার ক্রিম ? healtheasyfitness.in