পেনিসের মাথায় চুলকানি, ফুলে যাওয়া এবং ফুলে যাওয়া। সাধারণতে পুরুষাঙ্গর মাথায় চুলকানি হওয়ার জন্য মানুষের অনেক অসুবিধার সন্মুখিন হতে হয়।
যেমন, পেনিসের মাথায় ব্যথার সৃষ্টি হওয়া। লিঙ্গ বা পুরুষাঙ্গ দিয়ে অনেক বেশি দুর্গন্ধ বের হওয়া। লিঙ্গের মাথায় অনেক বেশি লাল এবং চামড়া হয়ে যাওয়া।
এই লেখাটিতে আমরা জানবো পেনিসের মাথায় চুলকানি কেন হয় ? পেনিসের মাথায় ব্যাথা ? এবং পেনিসের মাথা ফুলে যাওয়া ? লিঙ্গের মাথায় চুলকানি। পেনিসের মাথায় চুলকানি। পেনিস ফুলে যাওয়ার সমাধান। পুরুষাঙ্গের মাথা ফুলে যাওয়া। লিঙ্গের মাথায় চুলকানি হলে করণীয়।
পেনিসের মাথায় গুটি গুটি। পুরুষাঙ্গের মাথায় চুলকানি। পেনিসের মাথায় ফুসকুড়ি চিকিৎসা। লিঙ্গের মাথা ফুলে যাওয়ার কারণ। পেনিসের মাথা ফুলে যাওয়া।
লেখাটির মধ্যে আমরা আলোচনা করবো এই প্রশ্ন গুলা।
পেনিসের মাথায় চুলকানি এবং পেনিসের মাথায় গুটি গুটি কেন হয় ?
কয়েক টা কারন রয়েসে যেগুলার জন্য পেনিসের মাথায় চুলকানি হয়।
- যদি আপনার লিঙ্গ টাকে ভালো করে পরিস্কার না করেন। প্রতিদিন কমের পক্ষেও একবার পেনিস ভালো করে পরিস্কার করা দরকার।
- আপনার যদি ডায়াবেটিক মেলিটাস তাহলেও লিঙ্গে চুলকানি হতে পারে।
- যৌন মিলন যার সাথে করবেন তারও যদি যৌনিতে চুলকানি থাকে। এই ক্ষেত্রেও লিঙ্গে চুলকানি হতে পারে। যৌন মীলনের পরে গোপন অঙ্গ ভালো করে পরিষ্কার করুন।
- প্রতিদিন আপনারা অপরিস্কার পায়খানা ব্যবহার করার ফলেও হয়।
পেনিসের মাথা ফুলে যাওয়া ? বা পেনিস ফুলে যাওয়ার কারণ ? লিঙ্গের মাথা ফুলে যাওয়ার কারণ?
পুরুষাঙ্গ মাথা ফুলে যাওয়ার দুইটা প্রধান কারন রয়েসে ।
- সেলেরা অনেক বেশি পরিমানে হস্তমৈথুন করা। হস্তমৈথুন করার ফলে অনেক টা ক্ষতি হতে পারে । তার মধ্যে হল পেনিসের মাথা ফুলে যাওয়া । লিঙ্গের গোঁড়া চিকন হওয়া। লিঙ্গে অতিরিক্ত চাপ পরে হস্তমৈথুনের ফলে। যার ফলে লিঙ্গের রক্ত চলাচল কম হয়ে যায়। এতে লিঙ্গ খারা হওয়া, সহবাসে স্ত্রী খুশি না করতে পারা।
- অতিরিক্ত সহবাস এবং যোর করে সহবাহ করা। যেমন, লিঙ্গ খারা না হলেও যোর করে খারা করানো। এইগুলা কারনেও পেনিসের মাথা ফুলে যেতে পারে।
- অপরিষ্কার থাকলেও পুরুসাঙ্গ ইনফেক্সন হওয়ার সম্ভাবনা থাকে। তার ফলেও পেনিসের মাথা ফুলে যেতে পারে।
পেনিসের মাথায় ব্যাথা ? এবং লিঙ্গে কেন ব্যাথা করে ? পুরুষাঙ্গের চামড়া ফুলে যাওয়ার কারণ?
- কোনো কোনো সময় পেনিশ ইনফেক্সন হওয়ার ফলে ব্যথা হয়। যেমন, যখন ইনফেক্সন হয় তখন খুজলিও হয়। যার ফলে ব্যথার সৃষ্টি হয়।
- মুত্রনলির মধ্যে ইনফেক্সন হলে লিঙ্গের ভেতর থেকে জন্ত্রনা করে।
- সাধারণত কিডনি তে পাথর হলে । যন্ত্রণা কোমরের পার্শবর্তী এলাকায় হয়ে থাকে । কিন্তু মাঝে মধ্যে এটি বেশি যন্ত্রণার আকার নিয়ে লিঙ্গে ও তার মাঝের অংশেও হতে পারে।
- যৌন রোগ থাকলে লিঙ্গে অত্যাধিক বেদনা করে।
লিঙ্গের মাথায় চুলকানি হলে করণীয়।
পেনিসের মাথায় চুলকানি, মাথায় ব্যাথা এবং ফুলে যাওয়া থেকে দূরে থাকা। পেনিসের মাথায় ফুসকুড়ি চিকিৎসা এবং কিছু নিয়ম মানি চলা।
এই গুলা ইনফেক্সন থেকে দূরে থাকলে গেলে নিজের পেনিস কে কিছু বদ অভ্যাস থেকে দূরে রাখতে হবে। পেনিসের মাথায় ফুসকুড়ি চিকিৎসা এবং কিছু নিয়ম মানি চলা।
- সেক্সের সময় হাইজিন মেনে চলুন এবং কনডম ব্যবহার করুন।
- নিজের পেনিস কে সময় মতে পরিস্কার করুন।
- অপরিস্কার পায়খানা কে পরিস্কার করুন।
- যেঁগুলা কাপড় প্রতিদিন ব্যবহার করতে হয় । সেগুলা কাপড় পরিস্কার করে ব্যবহার করুন।
- বাজারে পাওয়া কোনো মেদিচিন পেনিসে ব্যবহার করবেন না।
আমার ফোর স্কিন ফুলে গেছে এখন আমার করনীয় কি একটু বলবেন প্লিজ
bhai please valo doctor ke dekhen seitai sob theke uttom hobo
আমার লিঙ্গের ওপরের অংশ ফুলে গেছে আমার এখন কী করনীয়?
১২ বছরের বাচ্চার প্রথমে লিঙ্গের মাথা একটু করে চুলকাচ্ছিলো,এরই মধ্যে হঠাৎ করেই লিঙ্গের মাথা ফুলে যায়,
এমতাবস্থায় বাচ্চাটিকে কোন বিশেষজ্ঞ ডক্টর এর কাছে নিয়ে যাবো, যদি একটু পরামর্শ দিতেন অনেক উপকৃত হতাম।
ধন্যবাদ
পেনিসের মাথায় গুটি গুটি হয়ে চামড়া ওঠে গেছে এখন করনীয় কি?