আমার স্বপ্নদোষ হয় না কি করব? হস্তমৈথুন এবং স্বপ্নদোষ হল, ১০০% প্রাকৃতিক ভাবে হওয়া প্রক্রিয়া। যেটার কোন ক্ষতি নাই বরঞ্চ লাভ রয়েসে, যেমন চিন্তা মুক্ত, শরীর টা রেলাক্স মনে হবে, এবং ভালো বাবে গুম হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত সব কিছুই ক্ষতিকারক।
আমার স্বপ্নদোষ হয় না কি করব ?
মনে রাখতে হবে আপনার শরীরের ৭২ ঘণ্টা লেগে যায় শুক্রাণু বানাতে, তার মানে হল ৩ দিন লাগে।
আপনি যদি তিন দিনের মধ্যে হস্তমৈথুন করুন তাহলে আপনার শরীর থেকে শুক্রাণু এবং বীর্য প্রায় খালি হয়ে যায় ।
আপনারা যদি তিন দিনের মুরে মুরে নিয়মিত হস্তমৈথুন করুন তবে আপনার স্বপ্নদোষ হবেনা।
*সোজা কথায় হস্তমৈথুন করলে স্বপ্নদোষ হবেনা ।*
যদি আপনি হস্তমৈথুন করেন না তার পরেও কোন ধরনের স্বপ্নদোষ হচ্ছে না, তবে আপনার দক্ষ চিকিৎসক কে দেখানো অনেক দরকারি।
ছেলেদের স্বপ্নদোষ না হলে কি সমস্যা হয় ?
অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন-
- বাচ্চার বাবা হতে অক্ষম।
- উভয়লিঙ্গ হওয়ার লক্ষণ।
- লিঙ্গ খারা না হওয়া।
- শরীরে অস্বাভাবিক পরিবর্তন।
স্বপ্নদোষ কতদিন পর পর হয় ?
আসলে স্বপ্নদোষ সাধারণতে প্রতি ১০ দিন পর পর হয় বা মাসে ৩ বার হয় । কিন্তু কারো কারো সপ্তাহে ১ বার হয়, কারো ৮ দিনে একবার, ১২ দিনে একবার ।
মুঠ কথা একজন পুরুষ মানুষের মাসে ৩ থেকে ৪ বার পর্যন্ত স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা থাকে।
সপ্তাহে কতদিন হস্তমৈথুন করা যায় ?
মনে রাখতে হবে সপ্তাহে এক থেকে দুইবারের বেশি হস্তমৈথুন করা যাবেনা না। এতে শরীরের অনেক ক্ষতি হয় এবং লিঙ্কের অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন লিঙ্গ বাকা হয়ে যাওয়া, লিঙ্গ খারা না হওয়া, লিঙ্গের গোরা চিকন হয়ে যাওয়া এবং সাথে অনেক ধরনের ক্ষতি হতে পারে।
DICLAIMER
এই ওয়েবসাইটের বিষয়বস্তু শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে এবং পেশাদার চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় বা চিকিত্সার বিকল্প হওয়ার উদ্দেশ্যে নয়। চিকিৎসা সংক্রান্ত অবস্থার বিষয়ে আপনার যেকোন প্রশ্ন থাকলে অনুগ্রহ করে একজন চিকিত্সক বা অন্য যোগ্য স্বাস্থ্য প্রদানকারীর পরামর্শ নিন।