রক্তে হিমোগ্লোবিন কমে গেলে কি রোগ হয়? প্রায়েই আমাদেরকে হিমোগ্লোবিন সম্পর্কিত প্রশ্ন করা হয় । যেমন রক্তে হিমোগ্লোবিন কমে গেলে কি রোগ হয়? হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয়? রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির উপায়, হিমোগ্লোবিন কম হওয়ার লক্ষণ এবং হিমোগ্লোবিন নরমাল রেঞ্জ বা রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত ?
চলুন আমরা বিস্তারিত ভাবে জেনে নেই…।
রক্তে হিমোগ্লোবিন কমে গেলে কি রোগ হয়?
- আয়রন অভাবজনিত এনেমিয়া
- ক্যান্সার
- কিডনির রোগ
- ইনফ্লামেটরি রোগ
- হাড্ডির জয়েন্ট গুলাতে ব্যাথা
- ভিটামিন অভাবজনিত রোগ
- অ্যাপ্লাস্টিক এনেমিয়া
রক্তে হিমোগ্লোবিন কমে গেলে কেন রোগ হয়?
হিমোগ্লোবিন কমে গেলে আগের মতো লাল রক্ত কোষ শরীরে বানাতে পারেনা। যত টুকু লাল রক্ত কোষ বানাতে পারে ওটার থেকে বেশি ক্ষতি হয়ে যায় এবং সাথে ব্লাড কমে যেতে থাকে। যার ফলে নানা রকমের রোগের সমস্যার সন্মখিন হতে থাকে।
রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত?
১৩.২ গ্রাম প্রতি ডেসিলিটার থেকে ১৬.৬ গ্রাম প্রতি ডেসিলিটার পর্যন্ত পুরুষদের জন্য স্বাভাবিক । মহিলাদের জন্য ১১.৬ গ্রাম প্রতি ডেসিলিটার থেকে ১৫ গ্রাম প্রতি ডেসিলিটার পর্যন্ত হয়।
হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয়?
৭ গ্রাম প্রতি ডেসিলিটার থেকে ৮ গ্রাম প্রতি ডেসিলিটার পর্যন্ত আসলে মানুষের রক্ত দিতে লাগতে পারে।
হিমোগ্লোবিন কম হওয়ার লক্ষণ?
- শরীর হলদ হয়ে যাওয়া।
- হার্ট স্পন্দন ঠিক না হওয়া।
- শ্বাস নিশ্বাসের সমস্যা।
- আলসামির ভাব, কামে মন লাগবেনা।
- বুক ব্যাথা।
- মাথা বেদনা।
রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির উপায়, প্রাকৃতিক ভাবে।
- লাল মাংস।
- ব্রকলি।
- পালং শাঁক।
- বটবটি বা নেস্রা।
- বাঁধাকপি।
- মসুর ডাল।
আজকাল বাজারে কত ধরনের মেডিসিন বার হয়েসে যেঁগুলা দিয়ে বাড়ানোর চেষ্টা করতেসে। কিন্তু আপনারা নজে নিজেই কোনো ডাক্তার হতে জাবেন এতে আপনাদের ভালো হবে। একজন যজ্ঞ ডাক্তার কে দেখান, আর তাকে সব কিছু খুলে বলুন তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।
- পুরুষের স্বাস্থ্য
- মহিলার স্বাস্থ্য
- সুস্থ থাকার টিপস
আরও জানুন. Thanks. রক্তে হিমোগ্লোবিন