কিডনি রোগী কি মধু খেতে পারবে? আমরা সবাই মধু খেতে পছন্দ করি এবং একটা খাটি মধুর অনেক ভালো গুন রয়েছে।
আমার মনে হয়, একজন কিডনি রোগী কি মধু খেতে পারবে? এই প্রশ্নর উত্তর আমাদের মধ্যে জানিনা।
এই লেখাটিতে আমরা কিডনি রোগী মধু খেতে পারবে নাকি পারবেনা, এই প্রশ্নর উত্তর বিস্তারিত ভাবে জানতে পারবো।
কিডনি রোগী কি মধু খেতে পারবে?
কিডনি রোগী কি মধু খেতে পারবে? আমরা সবাই মধু খেতে পছন্দ করি এবং একটা খাটি মধুর অনেক ভালো গুন রয়েছে।
আমার মনে হয়, একজন কিডনি রোগী কি মধু খেতে পারবে? এই প্রশ্নর উত্তর আমাদের মধ্যে জানিনা।
একজন কিডনি রোগে আক্রান্ত মানুষের জন্য মধু নিরাপদ বলে মনে করা হয়। কিন্তু মধু খাওয়ার আগে কিছু কথা মনে রাখা প্রয়োজন। মধুর মধ্যে চেনি, কার্বোহাইড্রেট, পটাসিয়াম থাকে।
একজন ডায়াবেটিস রোগের মানুষ যেমন চিনি এবং কার্বোহাইড্রেট বেছি পরিমাণে খাওয়া নিষেধ। ঠিক তেমনি কিডনি রোগের মানুষের জন্য বেছি পরিমাণে পটাসিয়াম খাওয়া নিষেধ।
খেতে পারবে ? কিডনি রোগী কি মধু খেতে পারবে ?
খাঁটি মধু চেনার সহজ ৪ টি উপায় জেনে নিন।
একটা খাটি মধুর মধ্যে শুধুমাত্র একটা উপাদান থাকা দরকার সেটা হল মধু। যেগুলা মধুর প্যাকেটে অন্য উপাদানের মিশ্রণ থাকে সেইগুলা পণ্য এরিয়ে চলুন।
মধু চেনার কয়েকটা উপায় নিচে তুলে দরলাম।
- বিশেষ করে খাটি মধু ঘন হয়ে থাকে।
- খাটি মধু ডালার সময় ধীরে ধীরে প্রবাহিত হয়।
- একটা খাটি মধু মিহি হয়ে থাকে।
- খাটি মধুর স্বাদ মউমাছির গুন্ধ কিছু পরিমাণে থাকে এবং হালকা মিষ্টি হয়।
- খাটি মধু সহজে পানির সাথে মিশ্রিত হয়।
কিডনি রোগী কি মধু খেতে পারবে ?
কিডনি রোগ হলে কি করতে হবে?
কিডনি রোগ হলে অনেক খাবার রয়েছে যেগুলা খাবার খাওয়া কমিয়ে দিতে হবে।
- একজন কিডনি রোগে আক্রান্ত মানুষ সোডিয়াম, ফসফরাস এবং পটাসিয়াম যুক্ত খাবার খাওয়া কমিয়ে দিতে হবে।
- কিডনি রোগের মানুষের জন্য অত্যাধিক প্রোটিন খাওয়া ভালো বলে মনে করা হয়না।
- নিয়মিত যেগুলা টেস্ট স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিবেন ওগুলা করতে হবে।
মনে রাখবেন, এই লেখাটিতে আমি চেষ্টা করলাম কিডনি রোগী কি মধু খেতে পারবে? এই বিষয়ে কিছু তথ্য দেওয়ার জন্য।
কিডনি রোগী তার খাওয়ার তালিকা বানানোর আগে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া দরকার।