কোন ট্যাবলেট খেলে বীর্য গাঢ় হয়? আশাকরি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের এই লেখাটিতে আমরা জানবো বীর্য পাতলা হয় কী কারণে এবং কোন ট্যাবলেট খেলে বীর্য গাঢ় হয়?
একই সাথে আমরা জানবো যে বীর্য পাতলা হলে কি বাচ্চা হবে না এবং এটার জন্য বীর্য পাতলা হলে কি কি সমস্যা হয়। এই সকল বিষয়গুলো নিয়ে আজকের লেখাটিতে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং আশাকরি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন।
কোন ট্যাবলেট খেলে বীর্য গাঢ় হয়?
বীর্য গাঢ় করব কী ভাবে কোন খাবার খাবো বা কোন ট্যাবলেট খেলে বীর্য গাঢ় হয়? আপনাকে প্রথমত বীর্য পাতলা হওয়ার কারণগুলোকে একটু পর্যালোচনা করতে হবে।
আমি প্রথমেই যে কারণটা বললাম যে ইনফেকশন জাতীয় সমস্যা থাকলে অবশ্যই সেই গুলো ঠিক করতে হবে।
এটার জন্য আপনারা চাইলে প্রথমত একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। কিছু ডায়াগনোসিস আছে সেগুলো করে আপনারা বুঝতে পারবেন।
আর যদি দেখা যায় যে না আপনার শরীরে কোনও ইনফেকশন নেই তাহলে বুঝতে হবে আপনার হয়তো বা পুষ্টিকর খাবারের ঘাটতি আছে। শরীরে জিঙ্কের ঘাটতি আছে বা ভিটামিন মিনারেলস এর ঘাটতি আছে। এজন্য আপনাকে অবশ্যই জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো বেশি পরিমাণে খেতে হবে।
এর পাশাপাশি অবশ্যই আপনাকে অন্যান্য পুষ্টিকর খাবার যেগুলো আছে সেগুলো বেশি করে খেতে হবে। আমি বিশেষ কয়েকটি খাবারের কথা বলছি। আপনারা প্রতিদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখার চেষ্টা করবেন।
- ডিম
- দুধ
- খেজুর
- মধু
- বাদাম
- কিসমিস
- শিমের বিচি
এই জাতীয় যে পুষ্টিকর খাবার গুলো আপনারা প্রতিদিনের খাদ্যতালিকায় রাখার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনার অবশ্যই বিভিন্ন ধরনের রঙিন ফলমূল খাওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার বীর্য গাঢ় হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই অতিরিক্ত বীর্যপাত ঘটানো থেকে বিরত থাকতে হবে। আর নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে।
বীর্য পাতলা হয় কী কারণে?
এখন আমরা বীর্য পাতলা হওয়ার কারণ সম্পর্কে জানবো। বীর্য পাতলা আসলে বেশ কয়েকটি কারণে হতে পারে। যেমন
ইনফেকশনের জন্যও অনেক সময় বীর্য পাতলা হতে পারে। কারও যদি প্রস্টেট গ্ল্যান্ডের কোনো ইনফেকশন থাকে বা সেমিনার ফেস্টিভ্যালে যদি কোনও ইনফেকশন থাকে। পেসাবে যদি কোনো ইনফেকশন থাকে এবং সিমেনের মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে। তাহলে অনেক সময় তার বীর্য পাতলা হয়ে যেতে পারে।
কেউ যদি যৌনাঙ্গের রোগে আক্রান্ত হয়, বিশেষ করে গনোরিয়া, ক্ল্যামাইডিয়া এই ধরণের রোগে আক্রান্ত হয় তাহলে তার বীর্য পাতলা হয়ে যেতে পারে।
তার পর কারও শরীরে যদি জিঙ্কের ঘাটতি দেখা দেয় তাহলে তার বিরুদ্ধেও কিন্তু অনেক সময় বীর্য পাতলা হয়ে যেতে পারে।
এছাড়া বীর্য পাতলা হয়ে যাওয়ার সবচেয়ে কমন এবং প্রধান কারণ হল অতিরিক্ত পরিমাণে বীর্যপাত ঘটানো। অর্থাৎ কেউ যদি অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন অথবা কেউ যদি অতিরিক্ত পরিমাণে স্ত্রী সহবাস করে অথবা কারও যদি অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হয়। সেই ক্ষেত্রে একজন মানুষের বীর্য পাতলা হতে পারে।
কারণ বীর্য উৎপন্ন হতে কিন্তু কিছুটা সময় লাগে এবং সেই সময় যদি না দেওয়া হয়। তাহলে স্বাভাবিক ভাবেই কিন্তু বীর্য পাতলা হয়ে যেতে পারে।
বীর্য পাতলা হলে কি বাচ্চা হবে না এবং বীর্য পাতলা হলে কি কি সমস্যা হয়?
এখন অনেকের ধারণা যে বীর্য তরল হয়ে গেলে বীর্যের মধ্যে সব শুক্রাণু শেষ হয়ে যায় । এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা বীর্য, পাতলা বা গাড় হওয়ার সাথে আসলে বাবা হওয়ার কোনও সম্পর্ক নেই।
আপনার বীর্যে কোনও সমস্যা আছে কি না এটা কিন্তু আপনি খালি চোখে দেখে কখনই বুঝতে পারবেন না। এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই একটি পরীক্ষা করতে হবে। সেটা হচ্ছে Semen Analysis এই পরীক্ষাটি করার মাধ্যমে আপনি জানতে পারবেন। যে
- আপনার বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা ঠিক আছে কি না।
- শুক্রানুর গঠন ঠিক আছে কিনা।
- শুক্রাণুর নড়াচড়ার গতি ঠিক আছে কিনা।
- আপনার বীর্যের মধ্যে কোনও ধরনের ইনফেকশন আছে কিনা।
আপনি এই পরীক্ষাটির মাধ্যমে জানতে পারবেন।
এছাড়া অনেকেরই ধারণা যে বীর্য পাতলা হয়ে গেলে, যৌন সমস্যা দেখা দেয়, স্ত্রী সহবাস করা যায় না, খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় । কিন্তু আসলে এগুলো ভুল ধারণান বৈজ্ঞানিক মতে নির্দিষ্ট কোনো প্রমান নেই।
কোনো ধরণের সমস্যার সমাধানের জন্য একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিবেন।